Header Ads

চাঁপাইনবাবগঞ্জে আম বাজারজাতকরণে ‘ম্যাংগো ক্যালেন্ডার ২০১৮’ প্রণয়ন

দেশের সর্বাধিক আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে গাছ হতে আম আহরণ করে বাজারজাতকরণের সময় নির্ধারণী ‘ম্যাংগো ক্যালেন্ডার ২০১৮’ অনুযায়ী এ বছর সকল প্রকার নন ব্রান্ড গুটি আম ২০ মে, গোপালভোগ ২৫ মে, ক্ষিরসাপাত ও হিমসাগর ২৮ মে, লক্ষণভোগ ১ জুন, ল্যাংড়া ও বোম্বাই ৫ জুন, ফজলী ও সুরমা ফজলি ১৫ জুন, আমরুপালি ১৫জুন ও আশ্বিনা ১ জুলাই হতে বাজারজাতকরনের সিদ্ধান্ত হয়েছে।

তবে চাঁপাইনবাবগঞ্জে এবছর দেরীতে মুকুল আসায় প্রয়োজনে ক্যালেন্ডার সংশোধন করা হতে পারে বলেও সিদ্ধান্ত হয়।
আম বাগান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.