চাঁপাইনবাবগঞ্জে আম বাজারজাতকরণে ‘ম্যাংগো ক্যালেন্ডার ২০১৮’ প্রণয়ন
দেশের সর্বাধিক আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে গাছ হতে আম আহরণ করে বাজারজাতকরণের সময় নির্ধারণী ‘ম্যাংগো ক্যালেন্ডার ২০১৮’ অনুযায়ী এ বছর সকল প্রকার নন ব্রান্ড গুটি আম ২০ মে, গোপালভোগ ২৫ মে, ক্ষিরসাপাত ও হিমসাগর ২৮ মে, লক্ষণভোগ ১ জুন, ল্যাংড়া ও বোম্বাই ৫ জুন, ফজলী ও সুরমা ফজলি ১৫ জুন, আমরুপালি ১৫জুন ও আশ্বিনা ১ জুলাই হতে বাজারজাতকরনের সিদ্ধান্ত হয়েছে।
তবে চাঁপাইনবাবগঞ্জে এবছর দেরীতে মুকুল আসায় প্রয়োজনে ক্যালেন্ডার সংশোধন করা হতে পারে বলেও সিদ্ধান্ত হয়।
তবে চাঁপাইনবাবগঞ্জে এবছর দেরীতে মুকুল আসায় প্রয়োজনে ক্যালেন্ডার সংশোধন করা হতে পারে বলেও সিদ্ধান্ত হয়।
![]() |
আম বাগান |
কোন মন্তব্য নেই